C Programming-USD

প্রথম অধ্যায়(ভূমিকা/কিছুকথা)

সি প্রোগ্রামিং কেন?

সি প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামিং লেঙ্গুয়েজ। প্রোগ্রামিং হলো কম্পিউটারের লেঙ্গুয়েজ। কম্পিউটার তো আর আমাদের কথা বোঝেনা। কম্পিউটার শুধু মেশিন ভাষা বোঝে যাতে শুধুমাত্র দুটি সংখ্যা থাকে। যথাঃ '০' এবং '১'। এই দুটি সংখ্যা দিয়েতো আমরা কম্পিউটারকে সরাসরি তথ্য দিতে পারব না। তাই বিভিন্ন তথ্য পাঠানোর জন্য আমাদের প্রোগ্রামিং লেঙ্গুয়েজ ব্যাবহার করতে হয়। প্রোগ্রামিং লেঙ্গুয়েজ অনেক ধরনের হতে পারে। যেমনঃ C, C++, C#, Java, Javascript, Html, Html5 ইত্যাদি।

এই লেঙ্গুয়েজগুলোর মধ্যে সি লেঙ্গুয়েজ সবচেয়ে সহজ। মানুষ সি লেঙ্গুয়েজ দিয়েই প্রোগ্রামিং শুরু করে। তাই আমরাও এখন সি প্রোগ্রামিং শুরু করব। এই অধ্যায়ে শুধুমাত্র সি প্রোগ্রামিং সম্পর্কে কিছু কথা রয়েছে। আপনারা এর পরের অধ্যায় থেকে সি প্রোগ্রামিং শুরু করতে পারবেন।

তবে আপনাদের যে শুধু সি প্রোগ্রামিং পড়লেই হবে তা নয়, পড়ার সঙ্গে সঙ্গে এটিকে কম্পাইল করেও দেখতে হবে। আর প্রাকটিচ করতে হবে। তা না হলে আপনারা প্রোগ্রামিং ভুলেও যেতে পারেন। আপনাদের জন্যই বলছি আপনারা সি প্রোগ্রামিং গুলো শেখার সাথে সাথে কম্পাইল করেও দেখবেন, ধন্যবাদ।

এরপরের অংশ পরের অধ্যায়ে পাবেন।